সাম্প্রতিক সময়ে অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক বিভিন্ন সংবাদ মাধ্যমে “মফিজ মাতাব্বর, বেলাল মাতাব্বর ও কামাল মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ”শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, সংবাদে উল্লিখিত অভিযোগের সাথে আমরা কেউই জড়িত নই। আমাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ব্যক্তিগত শত্রুতার কারণে ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করেছে। দৈনিক সংবাদ পত্রিকায় ভেঙ্গে যাওয়া চর ২০ বছর জেগে উঠেছে কথাটি একেবারেই মিথ্যা। এই চর ১০বছর পর জেগে ঊঠে। আমাদের মালিকানা জমির কাগজপত্র অনুযায়ী দক্ষিন চর কালকিনি,চর কটোরিয়া ও চর মাতাব্বর এ বর্তমানে প্রায় ৬০০ একর জমিতে চাষাবাদ রয়েছে। পত্রিকায় উল্ল্যেখিত চর কাকড়ায় আমরা বা আমাদের কোন লোক নেই। এ ছাড়া মিথ্যা একটা সংগঠনের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া সমিতি, চর ভেঙ্গে যাওয়ার পর সংগঠিত হয়নি( চর কাকড়া ও চর নববী ভুমিহীন সমবায় সমিতি প্রতিষ্ঠার তারিখ-০২/১২/২০১৮ ইং) ঠিকানা- হাজিরহাট পো:হাজিরহাট, কমলনগর, লক্ষ্মীপুর। যেখানে নববী নামে কোন চরই নেই। কয়েক মাস পুর্বে নিজের টেক্টর দিয়ে জমি চাষের নাম করে সাবেক সাহেবের হাটের মোক্তার হোসেন আমাদের থেকে নেওয়া ২'২০'০০০/=(দুই লক্ষ বিশ হাজার)টাকা ফেরত চাইলে আত্মশাদের পরিকল্পনায় মোক্তার হোসেন ও চর ফলকন মাছুমের নেতৃত্বে চাদাবাজি,ভাঙচুর ও লুট এর মত ঘটনা সাজায়। সংবাদে উল্লেখিত ঘটনা একটি সাজানো নাটক এবং বাস্তবতায় এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও পত্রিকায় কর্মরত প্রতিনিধিকে, ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া আমাদের মালিকানা জমি নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করছি । একই সঙ্গে আমরা প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত