স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান
খুলনার দাকোপে আজ ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে মানবাধিকার সংস্হা এনপিএস আয়োজিত বিশ্ব মানবিকার দিবস ২০২১ যথাযত মর্যদায় উদযাপিত হয়েছে।এ লক্ষে একটি বণাঢ্য র্যালী লাউডোব খুটাখালী বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন করে আর্য্যসভা মন্দিরেরর নিকট এসে শেষ হয়।এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনাজেলা সম্ননয়কারী মিজানুর রহমান
এর উপস্হিতিতে দাকোপ উপজেলা সংগঠনের সকল
সদস্যদের অংশ গ্রহনে উপজেলা সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আগস্হিন বাছাড়ের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও চ্যানেল সিস্ক বাংলা টেলিভিষনের খুলনাজেলা প্রতিনিধি স্বপন কুমার রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদ সদস্য তাপস হালদার,লাভইয়োর ইয়োর নেইবার এর চেয়ারম্যান জর্জ মানষ বোস,সাংবাদিক দিপক সরদার,প্রিয় সরকার, ,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,
উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সচিব
মিজানুর রহমান ফরাজী,ইব্রাহিম ব্যাপারী, তবিয়াজ সরকার,তুহিন রহমান, নিলিমা বিশ্বাস,হেমলতা রায়,নিলিমা মন্ডল,,জিপ্ত হালদার,সুলেখা হালদার শুভেন রায়সহ এনপিএস এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024