

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নবগঠিত বারাদি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলামের নেতৃত্বে নিজ বাসভবন থেকে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।
এসময় বিএডিসি খামারের পরিচালক হাফিজুল ইসলাম, পরিচালক অনিমেষ সাহা বাংলাদেশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন,সাধারণ সম্পাদক রবিন সহ স্থানীয় কৃষক লীগ যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনীতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর বেলায় তোপ ধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবস উদযাপন কার্যক্রম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ, প্রশাসনের বিজয় প্যারেড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুচকাওয়াজ এবং পুরুষ্কার বিতরনীর মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক পর্ব।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানমের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।