প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিকদের নিরাপত্তা না হলে রাষ্ট্র দায়ী থাকবে…সাতক্ষীরায় মানববন্ধনে সাংবাদিক নেতারা
![]()
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক নেতারা। তারা সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। আজ (শনিবার, ৯ আগস্ট) গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি উঠান সাংবাদিকরা। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে মানিক সাহা, শামসুর রহমান কেবল, স. ম. আলাউদ্দীন, বেলাল হোসেনসহ বহু সাংবাদিক হত্যার বিচার হয়নি। সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবে হামলার ঘটনায় ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ নির্বিকার। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত