![](https://alochitokantho.com.bd/wp-content/uploads/2021/12/received_954183495522133.jpeg)
![](http://alochitokantho.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের হুইপ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের হুইফ আবু সাইয়েদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আ’লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আ’লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাব উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রামু- কক্সবাজারের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, মহেশখালী- কতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন উপস্থিত ছিলেন।
কমিটির আহবায়ক হলেন আবু তালেব। যুগ্ন আহবায়কগণ হলেন যথাক্রমে হুমায়ুন কবির চৌধুরী হিমু, মহিদুল্লাহ মুহিদ এবং জালালাবাদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। সূত্র মতে, আহবায়ক কমিটির সদস্য সংখ্যা হবে ৫১ জন।
তবে এ কমিটি কারা গঠন করেছে, কারা অনুমোদন দিয়েছে এবং অনুমোদন দেয়ার এখতিয়ার আসলেই কাদের তা নিয়ে এলাকায় নানান কথাবার্তা হচ্ছে।