বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি নাটোর জেলার সিংড়া পৌরসভার পার সিংড়া ( মান্তা পাড়া) এলাকায় মোঃ আকরাম হোসেন (২০) পিতা মোঃ ইউনুস আলী নামে এক এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ( ৮ আগষ্ট) বিকেলে সিংড়া উপজেলার সিংড়া পৌর এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যেক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে আকরাম হোসেন এর বিরুদ্ধে গ্রামের লোকজন এর কাছে বিচার দেয় মিঠু। গ্রাম্য সালিসে আকরাম হোসেন উপস্থিত না হওয়ায় মিঠু ও তার আরেক সহযোহী শুক্রবার বিকেলে আকরাম হোসেন কে তুলে নিয়ে গিয়ে তার পিয়ারার বাগানে মারপিট করে গুরুতর আহত অবস্থায় পুনরায় পাড় সিংড়া ( মান্তা পাড়া) গ্রামের রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্দার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত