পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে র্যালি, খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইএসডিও থ্রাইভ প্রকল্পের আয়োজনে হেকস্/ইপারের সহযোগীতায় করনাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্তরে আলোচনা সভা হয়। জাবরহাট আদিবাসী উন্নয়ন কমিটির সভাপতি চুন্ন মারডি সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ ইএসডিও-থ্রাইভ প্রকল্পে'র প্রকল্প অফিসার ওয়ালিউর রহমান, বাশঁপাড়া আদিবাসী নেত্রী ক্লারা টুডু, উপজেলা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হায়দার আলী, জাবড়ে আদিবাসী নেত্রী বাসেনা কিস্কু প্রমুখ। আলোচনা শেষে খেলাধুলায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত