মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে রাসেল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত রাসেলের বাড়ি খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে গদাইপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (৫ জানুয়ারি) ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন নৌকা প্রতীকের শাহনেওয়াজ হোসেন ডালিম। আজ সকালে সমর্থকদের নিয়ে শাহনেওয়াজ হোসেন ডালিম স্থানীয় তুয়ারডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গদাইপুর ব্রিজ এলাকায় পৌছালে পরাজিত প্রার্থী অহিদুল ইসলামের লোকজন হামলা চালায়। এ সময় অহিদুল সমর্থকরা নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকদের উপর গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাসেল ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় অর্ধশতাধিক।
খবর পেয়ে আশাশুনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বর্তমানে পুলিশ উভয়গ্রুপের মাঝখানে অবস্থান নিয়েছে। তবে দুপক্ষের মধ্যে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছেন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024