পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার কষারানীগঞ্জ ইউনিয়নের উত্তর ভামদা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে তারেক রহমান (১৩) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। তারেক ওই ইউনিয়নের কমল ইসলামের ছেলে বলে জানা গেছে। সে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। শিশু তারেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোষারাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত