প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
মিলন হোক আনন্দের, বন্ধন হোক হৃদয়ের শিক্ষার্থী মিলন মেলা – ২০২৫

শিক্ষার্থী জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো বন্ধু, স্মৃতি আর একাত্মতার অনুভূতি। সেই অনুভূতিকে নতুন করে জাগিয়ে তুলতে, দীর্ঘদিনের ব্যবধান ঘুচিয়ে আবারও সবাইকে একই ছায়াতলে নিয়ে আসছে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ। আগামী ১৬ আগস্ট ২০২৫, শনিবার, সকাল ৮:৩০ মিনিট থেকে দুপুর ১:০০টা পর্যন্ত কলেজ ক্যাম্পাস মুখরিত হবে হাসি, আনন্দ আর স্মৃতিচারণায়। আয়োজনে রয়েছেন কলেজ প্রশাসন ও মিলনমেলা কমিটি, যারা প্রতিটি মুহূর্তকে বিশেষ করে প্রাণবন্ত করে তোলার জন্য নিরলস প্রস্তুতি নিচ্ছেন। --- কেন এই মিলন মেলা? জীবনের ব্যস্ততায় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয় না, পরিচিত করিডোর আর পাঠশালার স্মৃতিগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। মিলন মেলা সেই হারিয়ে যাওয়া উষ্ণতাকে ফিরিয়ে আনার সুযোগ। এখানে থাকবে – * পুরনো সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণ * প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় * সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ * শিক্ষকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতা --- প্রস্তুতির ঝলক কলেজ প্রাঙ্গণ ইতোমধ্যে সাজিয়ে তোলা হচ্ছে নান্দনিক ব্যানার, ফেস্টুন ও রঙিন আলোকসজ্জায়। মিলনমেলা কমিটি নিশ্চিত করেছে, আগত অতিথিদের জন্য থাকছে আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত রিফ্রেশমেন্ট ও নিরাপত্তা। --- আয়োজকদের প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের মতে, এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠান নয়; বরং এটি হবে ভবিষ্যতের জন্য শক্তিশালী বন্ধন তৈরির এক মহামঞ্চ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা করছেন। --- শেষকথা প্রতিটি মুখে থাকবে হাসি, প্রতিটি কণ্ঠে থাকবে সুর, আর প্রতিটি হৃদয়ে থাকবে মিলনের উষ্ণতা। সত্যিই, “মিলন হোক আনন্দের, বন্ধন হোক হৃদয়ের” – এই স্লোগানই হয়ে উঠবে দিনের প্রেরণাদায়ী সুর। মোঃ মহিউদ্দিন প্রভাষক, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত