

মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে মহিলা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব মহিলা ও পুরুষদের মাঝে গাভী পালণ প্রশিক্ষন শেষে বিনা মূল্যে ৭টি গাভী বিতরণ করা হয়েছে। গত ২৯ জানুয়ারী শনিবার শেরপুর উপজেলার কুসুম্বী, শাহবন্দেগী, মির্জাপুর ইউনিয়নের দ্বাড়কিপাড়া, বানিয়াগোন্দাইল, চকপোতা, ধড়মোকাম, বিরইল, মাকোরখোলা গ্রামের গরীব মহিলা ও পুরুষদের মাঝে গাভী পালল প্রশিক্ষন শেষে বিনা মূল্যে ৭টি গাভী বিতরণ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ইমরানা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমাল পাল। এ সময় তিনি বলেন, মহিলা সমাজ উন্নয়ন সংস্থার এমন মহতী কর্মসূচিটি বাস্তাবায়িত হচ্ছে যাতে করে গরীব পরিবারগুলো সমাজে মাথা উচু করে দাড়াতে পারে। মহিলা সমাজ উন্নয়ন সংস্থার এমন মহতী উদ্যাগে গ্রামের হতদরিদ্ররা যেমন সাবলম্বী হতে পারছে তেমনী দেশের উন্নয়ন অগ্রনী ভূমিকা পালন করছে। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প পরিচালক মীর মোঃ সাগর, সোপানের নির্বাহী পরিচালক বীরেন দাস, নবারুন ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নুরে আলম জিকু, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আজিরন বিবি, হাজেরা খাতুন, গোলাপী, শরীফ, আমির হোসেন, মোত্তালেব, লিখনসহ ৭ জনের মাঝে ৭টি গাভী বিতরণ করেন অতিথিবৃন্দ।