আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা, প্রতিনিধি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের "প্রেসক্লাব আলফাডাঙ্গা" । রবিবার (১০ আগস্ট) সকালে ১০.৩০ টায় পৌরসভা সদর বাজার চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেসক্লাব আলফাডাঙ্গা'র সভাপতি আরিফুজ্জামান চাকলাদারের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক তৈয়বুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মুকুল শরিফ,কার্যকরী সদস্য রাজু আহমেদ,সাধারণ সদস্য ইমরান মিয়া প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব আলফাডাঙ্গা অর্থ বিষয়ক সম্পাদক নাইম হাসান, সাধারণ সদস্য আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক ফেরদৌস খান,সাংবাদিক দৈনিক ঘোষণা আবু বক্কর সিদ্দিকী, প্রমুখ। সভাপতি আরিফুজ্জামান চাকলাদার বলেন,সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আরো বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক। বিগত দিনে ৫ আগষ্ট এর পূর্বে সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। আজও দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে । অবিলম্বে এ সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এছাড়া সারাদেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয়। মুকুল শরিফ বলেন,সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই। রাজু আহমেদ বলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে। ইমরান মিয়া বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে গাজীপুরে চৌরাস্তায় প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।এই হত্যা কান্ডের ঘটনায় সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত