লিপন খান, কিশোরগন্জ প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের শহরতলীতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।গ্রেফতার মো. খোকন (৫১) কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাকালি এলাকার আনোয়ার হোসেনের ছেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম. শোভন খান জানিয়েছেন। শনিবার, ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলীর কাটাখালি এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. খোকন কিশোরগঞ্জ শহরে পুরাতন ও কুখ্যাত একজন মাদক কারবারি বলে জানা গেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. খোকন মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024