স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপের বাজুয়া বাজার থেকে আল্লারদান নামের একটি ট্রলার সাড়ে সাত শত বস্তা ধান্যনিয়ে খুলনা বয়রা অটোরাইচ মিলের উদ্দেশে সকাল ১১ দিকে রওনা হলে গত চার ফেব্রুয়ারী শুক্রবার একটার দিকে চালনার অপর পার মাইট ভাংগা নদীর মুখে ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে ধান্য ব্যবসায়ী স্বপন সরকার ঘটনা স্হলে গিয়ে দেখে ট্রলার টি ডুবে গেছে এসময় স্বপন সরকার দিশাহারা হয়েপড়ে এবংট্রলার টি উদ্ধার করার জন্য চেষ্টা চালায়। আল্লারদান ট্রলারটিতে সাড়েসাতশত বস্তা ধান বোঝাই অবস্হায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে জানায় ধান ব্যবসায়ী স্বপন সরকার । স্হানীয় লোকজনের সহযোগিতায় অনেক কষ্টে ট্রলারটি উদ্ধার করা গেলেও নদীর স্রোতে প্রায় সব ধানই ভােসে যায়।শুধু ধান ই ভেসে যাইনি স্বপন সরকারের সংসার ও স্বপ্ন চুরমার হয়েগেছে এই তান্ডব ঝড়ে। ধানের ট্রলার ডুবিতে এমত অবস্হায় সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া স্বপন সরকারের বেঁচে থাকা দুর্বিসহ হয়ে পড়েছে। একজন ক্ষুদ্রব্যবসায়ীর পক্ষে বার লক্ষ্যটাকার ক্ষতি পুসিয়ে উঠা খুবই দুরাহ ব্যাপার। সরকারী সহযোগিতা না পেলে স্বপন সরকার পুনরায় ব্যাবসায়ে ফিরে আসা তার পক্ষে খুবই কঠিন। এমত অবস্হায় সরকারী সাহায্যের কামনা করছে স্বপন সরকার।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024