

সাইফুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়িসহ সারা বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মারক দিন একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৯৫২ সালের এই দিনে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশ গুলি চালালে আবুল বরকত, সালাম, রফিকউদ্দিন এবং জব্বারসহ আরো অনেকে নিহত হন। এই দিনটিকে পরে জাতিসংঘ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘ হিসেবে ঘোষণা করে ২১শে ফেব্রুয়ারির ওই গুলিবর্ষণের ঘটনা যেখানে ঘটেছিল, সেখানে গড়ে তোলা হয় শহীদ মিনার – যা এখন কেন্দ্রীয় শহীদ মিনার নামে পরিচিত এবং প্রতি বছর এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে উর্যাপন করা হয়। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজবাড়ির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সূচনা শুরু হয় এর পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ও সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানায়। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশব্যাপী দিবসটি পালিত হয়, তবে এবছর করোনা সংক্রমণ হার বেড়ে যাওয়ায়, মাস্ক, ও স্বাস্থবিধি, মেনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।