নয়ন ঘোষ চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা চালু থাকবে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সদর থানায় কর্মরত সদস্যদের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ ও ‘টেকনিক্যাল বেল্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পুলিশের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা, ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) গোলাম সারোয়ার, ট্রাফিক সার্জেন্ট মো. মাহবুর রহমান, আব্দুর রাজ্জাক, নাজমুল হক, জনাব আলীসহ পুলিশ সদস্যরা। পুলিশ জানায়, এই ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। এখন থেকে দায়িত্ব পালনের সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ৪ জন ও ট্রাফিক বিভাগের ৬ জন পুলিশ সদস্যের ‘বডি ওর্ন ক্যামেরা’ ও ‘টেকনিক্যাল বেল্ট’ থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফজল-ই-খুদা ঢাকা পোস্টকে বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এ ছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। পুলিশের কাজে স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফজল-ই-খুদা আরও বলেন, বিশেষ এই ক্যামেরা ছাড়াও টেকনিক্যাল বেল্ট দেওয়া হয়েছে। আধুনিক এই বেল্টে থাকবে পিস্তল, হাতকড়া, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডিবল বাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়ারলেস। এর ফলে পুলিশের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ থাকলে তা দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা সক্ষম হবে। এতে স্বচ্ছতা আসবে পুলিশি সেবায়।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024