

জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা। মোঃ হামিদুল ইসলাম রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে সারাদেশের ন্যায় পালিত হলো জাতীয় বীমা দিবস। জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় – বীমা সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবে মানুষের জীবনের মান উন্নয়নে । উক্ত বীমা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সভাকক্ষে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, তিনি তার বক্তব্য বলেন, মানুষের জীবন ও সম্পত্তি বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকে এসব ঝুঁকি কাটানোর মতো আর্থিক খাত একমাত্র বীমার মাধ্যমেই করা হয়ে থাকে। তাই সকল শ্রেণী পেশার মানুষ দের কে বীমার আওতায় আশা উচিত। আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, রাজারহাট উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু , মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ এর সদস্য আব্দুস সালাম চাষী, রাজারহাট উপজেলা কোম্পানি লি: রাজারহাট উপজেলা শাখার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।