আসাদুজ্জামান জামাল,ভালুকা প্রতিনিধিঃ বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ভালুকা উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে, আজ শনিবার বিকেলে ভালুকা উপজেলা যুবলীগের কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ সহাসড়ক পদক্ষিণ শেষে,দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন,সাধারণ সম্পাদক এজাজুল হক পারুল।এসময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খান,আরিফ মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপি-জামাত চক্রের বিরুদ্ধে হুসিয়ারী উচ্চারণ করে বলেন দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা সহ যে কোন ধরনের নাশকতা মোকাবেলায় যুবলীগই যতেষ্ট।ভালুকার যুবলীগ অত্যন্ত শক্তিশালী যুবলীগ, বিএনপি-জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য ঠেকাতে যুবলীগের সকল নেতা/কর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের শতশত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অংশ নেন।অপর দিকে একই সময় বিএনপি দলীয় কর্মসূচী থাকলেও যুবলীগের তোপের মূখে তাদের দলীয় কর্মসূচীটি পন্ড হয়ে যায়। কর্মসূচীকে ঘিরে দু’দলের যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024