

বোরহান, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় আজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার বার্ষিক সম্মেলনে নাহিদ খানকে সভাপতি ও হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটি ঘোষণা করেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি এবং প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা। সম্মেলনে মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল।
এমআইএইচ/একে