ফায়সাল মাহমুদ দুর্গাপুরঃ
শিক্ষা জাতির মেরুদণ্ড দীর্ঘদিন শিক্ষকতা শেষে আজ বিদায়ের পালা। পিতামাতার পর শিক্ষকদের শিক্ষা গুরু হিসাবে বিবেচনা করা হয়। সেই শিক্ষা গুরুদের আজ বিদায় অনুষ্ঠান।
রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার প্রান কেন্দ্র তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হাফিজুর রহমান ও সহকারী শিক্ষক আমেনা খাতুনের অবসর জনিত বিদায় সম্বধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ২ এপ্রিল রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় তাহেরপুর সরকারি প্রাইমারি স্কুল চত্বরে অনুষ্ঠিত হয় বিদায় অনুষ্ঠান।
তাহেরপুর পৌর সভার সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালয় ও এস.এম.সি তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খায়রুল কবির খান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মুহাঃ তোফাজ্জল হোসেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনছুর,সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাগমারা, মোঃশফিকুল ইসলাম,প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব,৩ নং ওয়ার্ড কাউন্সিলার কার্তিক সাহা,তাহেরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা উপাধ্যক্ষ এস.এম. আকরাম আলী,তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন, ডাক্তার ইয়াছিন, পৌর কৃষিলীগের সভাপতি আব্দুস সাত্তার, সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।