পঞ্চগড় প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও জোরদারের লক্ষ্যে পঞ্চগড়ে কমিউনিটি ক্লিনিক সেবা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট এ সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন, বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং এলজিডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক দেশের প্রান্তিক জনগণের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা। এ উদ্যোগের মাধ্যমে গ্রামের মানুষ ঘরে বসেই মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। সেবার মানোন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, জনবল প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে আরও জোর দেওয়ার আহ্বান জানান তারা। সেমিনারে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ করেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের সাফল্য ও ইতিবাচক প্রভাব নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত