মো: বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তে দরবস্ত টু কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় দরবস্ত ত্রি-মুখি পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম আলী। জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও এম আর রাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন। প্রধান অতিথি বলেন, এ সড়কটি শুধু দরবস্ত নয়, কানাইঘাট ও জৈন্তাপুরের হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার কারণে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ,সবক্ষেত্রেই মানুষ আজ সীমাহীন দুর্ভোগে পড়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এ সড়ক সংস্কারের বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে তুলে ধরব এবং জনগণের আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে থাকব। প্রধান বক্তার বক্তব্য রাখেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। প্রধান বক্তা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অবিলম্বে সংস্কারের ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনস্বার্থে আরও বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, সাবেক ইউপি সদস্য মঈনুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আব্দুর রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুবদল নেতা নুরুল হক ও শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, মাওলানা কামাল উদ্দিন ও রিয়াজ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কানাইঘাট সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত