মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: বিএনপির চেয়ারপারসর বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাইলেন ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহ্বায়ক মাফরুজা সুলতানা। শুক্রবার (১৫ আগস্ট)বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি'র স্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে দেশবাসীর কাছে দোয়া চান সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি'র সভানেত্রী মাফরুজা সুলতানা। খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে প্রধান অতিথির বক্তব্যে ভোলা ২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতেন তাহলে হয়তো এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। উনি (খালেদা জিয়া) অসুস্থ। আসুন, উনার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করি,দেশবাসীর কাছে ও দোয়া চান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভানেত্রী মাফরুজা সুলতানা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এ দেশের লাখো মানুষকে দেশ প্রেমে অনুপ্রেরণা যোগানোর এক অন্যতম নেতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা 1971 সালে অপরিসীম,তারই সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্বের ইতিহাসে এক অন্যতম প্রধানমন্ত্রী,যিনি ক্ষমতার লোভের কাছে না গিয়ে এদেশের সাধারণ জনগণের কথা ভেবেছেন,আমরা তার জন্য দোয়া করি,দেরবাসীর কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামীন যেন দেশনেত্রী খালেদা জিয়াকে ভালো রাখে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম গাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,সহ-সভাপতি আলী আকবর পিন্টু সহ-সভাপতি সাইদুর রহমান লিটন,সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার,বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ফাইজুল আলম,উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত