মোঃ মামুন হোসেন বেনাপোল ঃ যশোরের শার্শা উপজেলায় শার্শা উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে , যশোর জেলা বিএনপির নির্দেশে ও শার্শা বিএনপি'র নেতৃবৃন্দের আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন ,শুধুমাত্র মিলাদ মাহফিললের ও আলোচনার মধ্য দিয়েই অনুষ্ঠান সম্পন্ন করা হবে। (১৫/৪/২০২৫) শুক্রবার বিকাল পাঁচটার সময় শার্শা বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ আবুল হাসান জহির ।সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা মোঃ খাইরুজ্জামান মধু, সাবেক দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি ,সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাফুল আলম বাবু, সহ থানা বিএনপির নেতৃবৃন্দ। থানা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জুহা সেলিম, যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইন দা , থানা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন ,যুগ্ন আহবায়ক সবুজ খান ,সহ শার্শার ১১টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সেক্রেটারি গন। বেনাপোল পৌর বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আতিকুজ্জামান সনি ,সাংগঠনিক সম্পাদক মোঃ আখতারুজ্জামান, পৌর যুব দলের সভাপতি বাবু, শার্শা উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন, অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ,দেশের শান্তি জন্য এবং বিএনপির অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান যাতে অতি দ্রুত দেশে ফিরতে পারে তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত