পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও প্রশাদ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্টের উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি হয়। মিত্রবাটি শ্রীশ্রী জগন্নাথধাম ও হরিবাসর মন্দির থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় র্যালি ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, পূজা উদযাপন ফন্ট কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান রঞ্জিত কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফন্টের আহ্বায়ক রামকৃষ্ণ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, ঠাকুরগাঁও জেলা শাখার বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির আহ্বায়ক কমলাকান্ত রায় সহ সনাতন ধর্মের শতশত ভক্তবৃন্দ অংশনেয়। বর্ণাঢ্য র্যালি শেষে হরিবাসর মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত