পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যাকাণ্ডের প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে তাদের পঞ্চগড় আদালতে তোলা হলে আলামিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো নির্দেশ দেন আদালত। এ সময় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। গ্রেপ্তার আলামিন ও আকাশ জেলা শহরের নতুনবস্তী এলাকার খলিলুর রহমানের ছেলে। গত ৬ আগস্ট রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জের আলামিন ও তার সহযোগীরা ছাত্রদলকর্মী জাবেদ উমর জয়কে আটক করে মারধর করেন। একপর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে জয়ের ভুড়ি বের হয়ে যায়। গুরুতর আহত জয়কে রংপুরে নেওয়ার পথে মারা যান। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে। এ ঘটনায় ৮ আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান আসামি করে মামলা করেন। এছাড়াও ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ে ১০-১১ জনকে আসামি করা হয়। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, এর আগে এজাহারভুক্ত আসামি ঝুনুসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে শহরের মধ্যে প্রকাশ্যে এ হত্যার ঘটনার পর থেকে স্থানীয়রা ক্ষুব্ধ হন। তাদের দাবি ছিল- প্রধান আসামিসহ এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে প্রধান আসামিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত