জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে একটি হলরুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে ইতালির মনফালকোনে গরিঝিয়া বিএনপি । ইতালিস্হ ভৈরব উপজেলা বিএনপি ফোরামের সভাপতি মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইমন রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকোনে গরিঝিয়া বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস । শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত ও পরে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয় । সে সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকোনে গরিঝিয়া শাখা বিএনপির সাবেক উপদেষ্টা রকিব মোহাম্মদ ইলিয়াস , সাইদুর রহমান , ইছাক সরকার , মো: জামাল মিয়া , আল মবিন , সাবেক আহবায়ক আক্তার হোসেন খোকন , সাবেক সহ সভাপতি মাসুম মিয়া , মামুন মিয়া , সাবেক সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন , খোকন মিয়া , সাবপক সহ সাংগঠনিক সম্পাদক রাহাত খান , ইতালিস্হ ভৈরব উপজেলা বিএনপি ফোরামের উপদেষ্টা রতন মিয়া , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাদিন আহমেদ , সহ সভাপতি তারেক জাহাঙ্গীর৷, সহ সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন তৌহিদ প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি ফরিদুর ইসলাম আনিস তার বক্তব্যে বলেন , তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের সার্থে কোনদিন আপোষ করেননি । দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে নিজের কথা না ভেবে দেশেই অবস্থান করেছেন। আজ এই মহান নেত্রীর জন্মদিনে তার সু সাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশ কে পুনর্গঠনে , দেশের মানুষের সমৃদ্ধি ও শান।তি প্রতিষ্ঠায় প্রবাস হতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান । জনগনের অধিকার প্রতিষ্ঠায় ভোটের মধ্যমে বিএনপি কে নির্বাচিত করার আহবান জানান । পরিশেষে দেশনেত্রীর সু সাস্হ্য কামনা ও তারেক রহমানের উজ্জল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে জন্মদিনের কেক না কেটে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত