পুঠিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান ১৯ আগস্ট রাতে পুঠিয়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে,দুইজন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন ওয়ারেন্ট আসামিকে গ্রেফতার করেছে পুঠিয়া থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন,মুরাদ হোসেন (৪০) পিতা কালাম পুঠিয়া বিড়ালদহ,মোঃ মোশারফ (৩২) পিতা মোঃ আজাহার গ্রাম,দিগলকান্দি। ওয়ারেন্ট আসামিরা হলেন,জহুরুল ইসলাম (৩৫) পিতা জাবেদ,গ্রাম পশ্চিমভাগ। রেজাউল করিম (৪২) পিতা ইয়ার আলী গ্রাম পালোপাড়া। এই বিষয়ে পুঠিয়া থানা (ওসি) কবির হোসেন বলেন,গতরাতে আমরা দুইজন সাজাপ্রাপ্ত আসামি সহ দুই ওয়ারেন্ট আসামিকে গ্রেফতার করেছি,আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং চলমান থাকবে,অপরাধী যেই হোক আইনের উর্ধ্বে নয়,আমরা আইনগতভাবে পুঠিয়া থানা কে সকল দিক থেকে অপরাধমুক্ত রাখার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত