বিপ্লব পাল,সিলেট প্রতিনিধি: সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ৪ কোটি ৫৭ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম পুঞ্জি , বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ ও ডিবিরহাওর এলাকায় অভিযান চালানো হয়।এসময় বিপুল পরিমান ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়। এছাড়াও সেনাবাহিনীর সহায়তায় একটি বিশেষ টহলদল গোয়াইনঘাটের নন্দীগ্রামে ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেট, পিকআপ, ডাম্পার ও ট্রাক আটক করে।তবে, অভিযান দেখে চোরাকারবারিরা সটকে পড়ে বলে জানায় বিজিবি। রাতভর চলা অভিযানে জব্দ পণ্যের আনুমানিক মূল্য-৪,৫৭,০৩,৫৩০ (চার কোটি সাতান্ন লক্ষ তিন হাজার পাঁচশত ত্রিশ) টাকা। বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা অটুট রাখা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়।পাশাপাশি, পাথর লুট ও অবৈধ পাথর পাচার বন্ধেও সার্বক্ষনিক টহল জারি রয়েছে। আটককৃত চোরাচালানী মালামালগুলো আইনি প্রক্রিয়া মেনে নিলামের ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত