বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে সমকাল সুহৃদ সমাবেশের গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ পথচারী ও স্কুল শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দিয়ে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করেন।
চারা বিতরণ ও বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সমকাল সুহৃদ সা সহ সভাপতি ইকবাল বাহার, অন্যতম সামস আল সিয়াম, নজরুল ইসলাসম জনি, সমকাল এর পঞ্চগড় প্রতিনিধি ও পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সমন্বয়ক সফিকুল আলমসহ অন্যান্ন সুহৃদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সুহৃদ সদস্যরা জানান, এবার বর্ষা মৌসূমের শুরুতে বিভিন্ন প্রকার গাচের চারা বিতরণ ও বৃক্ষ রোপন অভিযান শুরু করা হয়। সোমবার সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে শতাধীক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ শেষে পঞ্চগড় পৌর শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাইতুন জান্নাত দারুস সালাম মাদরাসা মাঠেও বৃক্ষ রোপন করা হয়। এ সময় মাদরাসার শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুহৃদ সদস্যদের সাথে মাদরাসা শিক্ষার্থীরাও বৃক্ষ রোপনের সহযোগিতা করেন। এই কর্মসুচী জুলাই মাস জুড়েই অব্যাহত রাখবেন বলে জানান সুহৃদ সমাবেশের সভাপতি শহিদুল ইসলাম। পঞ্চগড় সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি শহিদুল ইসলামবলেন,সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে আমাদের গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করা হয়েছে। আমাদের এই কর্মসুচী চলবে। ঈদের পর মাসব্যাপি বিভিন্ন স্কৃল, কলেজ, মাদরাসা কবরস্থানসহ বিভিন্ন এলাকায় সুহৃদ সদস্যদের নিয়ে বৃক্ষ রোপনের আমাদের পরিকল্পনা রয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
January 18, 2025