

উজ্জ্বল কুমার দাসকচুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
কচুয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাগেরহাটের কচুয়া উপজেলায় কর্ম এলাকায় ১৯০ টি নিবন্ধিত শিশুর পরিবারের মাঝে ১৫০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি প্রদানের অংশ হিসাবে সংস্থাটি প্রতিটি দরিদ্র পরিবারের মাঝে ১টি করে পানির ট্যাংকি বিতরণ করেন।বিতরণ কৃত কর্ম এলাকা সমূহ হলো কচুয়া সদর,মঘিয়া,গোপালপুর ও বাধাল ইউনিয়ন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন,কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার সমর হালদার প্রমুখ।
পানির ট্যাংকি বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে পারিবারিক পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে এলাকার হতদরিদ্র পর্যায়ের লোকজনের নিরাপদ পানি পান করার ব্যবস্থা করা।এছাড়াও এর ফলে এলাকার গরীব মানুষের মাঝে ওয়াশ কার্যক্রম আরো গতিশীল হবে।