মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি কে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে ২৬ জুন রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ ছলিমুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক শাহাবুল সহ একটি টিম টগবী ইউনিয়ন এলাকা থেকে মোঃ নয়ন(২৫),মোঃ হাছনাইন(২২),নুরে আলম(২৫),আব্দুর রহিম(২৬,মোঃ লোকমান(২৪),মোঃ হাসান(২৪),মোঃ সবুজ(২৩) কে আটক করে।
আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ২৭ জুন বিকালে আজকের পত্রিকাকে জানান,আমি বোরহানউদ্দিন থানায় যোগদানের পরেই জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধী যে দলেরই হউক না কেন ছাড় পাবে না এই নীতিতেই আমাদের কার্যক্রম চলছে “তারই ধারাবাহিকতায় সোমবার রাতে জুয়ার আসর থেকে ৭ জুয়ারি কে আটক করে মঙ্গলবার সকালে মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান,অপরাধ প্রবণতা কমাতে প্রতিনিয়ত বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন ইউনিট বিট পুলিশিং কার্যক্রম করে যাচ্ছে,সেখানে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে সচেতন করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024