

মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাইঘাট উপজেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ ও সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম।পবিত্র ঈদুল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহায় খুশি ভাগাভাগি করে নেই।আরও বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম ভাই ও বোনদের জানান ঈদের শুভেচ্ছা।এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমদের দ্বিতীয় প্রধানতম ধর্মীয় উৎসব হল ঈদুল আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইসলামের আদি পিতা হযরত ইব্রাহিম (আঃ) প্রদর্শিত কোরবানির দীক্ষায় দিক্ষিত হয়ে পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি পালন করে ধর্মপ্রাণ মুসলমানরা। কোরবানির ঈদ ধর্মপ্রাণ মুসলমান সমাজের ত্যাগের উৎসব। পবিত্র এই উৎসব থেকে ভোগে নয়, ত্যাগেই শান্তি এমনই শিক্ষা পাওয়া যায়। এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজ এগিয়ে যাবে। কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সহ দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।