রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধি নাটোরঃ নাটোরের বাগাতিপাড়ায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে বোরহান কবির শপথ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার মিস্ত্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান কবির পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর মিল্কিপাড়া এলাকার আবু সোলাইমান বাবলুর ছেলে। মৃতের স্বজনরা জানান, শশুর বাড়ি বেড়াতে এসে শখ করে গোলরক্ষক হিসাবে ফুটবল খেলতে গিয়েছিল সে। মাঠের এক পাশে বোরহান কবির একা থাকায় হটাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাতে নিহতের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
November 24, 2024