সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা। শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবির সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এবং জেলা ছাত্রশিবির সম্পাদক আনিস আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম কবিতার ছন্দে বলেন— “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কাজে বড় হতে হলে ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে আসতে হবে। ইসলামী ছাত্রশিবির মানুষ তৈরির একটি কারখানা, যারা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকে।” সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলালউদ্দিন প্রধান, ছাত্রশিবির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, সাংবাদিক হুমায়ুন কবির, সংবর্ধিত শিক্ষার্থী আরিফুজ্জামান আরিফ ও তৃপ্তি আকতার প্রমুখ। এছাড়াও উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর শাখা ছাত্রশিবির সভাপতি রেজাউল করিম, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম, পীরগঞ্জ উত্তর শাখা সভাপতি মীর সাব্বির হোসেন, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, জামায়াতের মিডিয়া সেলের শাহজালাল জুয়েলসহ জামায়াত-শিবিরের বিভিন্ন নেতাকর্মী, সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত