প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
লুটপাটের পাথর চলে গেছে সারাদেশে। কাকে গ্রেফতার করবেন মাননীয় জেলা প্রশাসক?

টেকনাফ থেকে তেতুলিয়া বান্দরবন থেকে সুন্দরবন কোথায় যায় নাই ভোলাগঞ্জের এই সাদা পাথর? ৫ ই আগস্ট ২০২৪ এর পর থেকে পুরো বছর ধরে চলেছে এই পাথর লুটপাটের মহোৎসব। আপনার প্রশাসনের নাকের ডগা দিয়ে ভারত থেকে আসা এলসির পাথর বলে প্রতিদিন রাতে শত শত ট্রাক চলে গেছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এর সবগুলোই ছিল এই সাদা পাথর। মেহনতি শ্রমিকদের কাছ থেকে প্রতি নৌকা ২ হাজার টাকা করে ক্রয় করে দুর্বৃত্তরা এগুলো ৮ হাজার টাকা করে বিক্রি করেছে আরেক শ্রেণীর কাছে। আর এর সবই হয়েছে প্রশাসনে থাকা ঊর্ধ্বতনদের যোগসাজশে। সেই এক বছরের লুটপাট কৃত পাথর আপনি তিন দিনে উদ্ধার করার যে আলটিমেটাম দিয়েছেন সেটা এই উপজেলার মানুষের উপর মরার উপর খাঁড়ার ঘা। আপনার দেয়া তিন দিনের আল্টিমেটাম আজ ২৫ আগস্ট শেষ হচ্ছে। তারপর কি করবেন মাননীয় জেলা প্রশাসক? আপনার সততা নিষ্ঠা আর আন্তরিকতায় কোন ত্রুটি নেই এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। কিন্তু তাই বলে লুটপাট কৃত পাথর উদ্ধারের নামে সাধারণ মানুষের মনে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন নাতো? পাথরে জনপদ কোম্পানীগঞ্জের হাতেগোনা কয়েকজন বেনিফিশিয়ারি ছাড়া বাকি সবগুলো পরিবার মধ্যবিত্ত নিম্নবিত্ত আর খেটে খাওয়া শ্রেণীর মানুষ। রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে এই জনপদের অসংখ্য রেমিটেন্স যোদ্ধা। যাদের কষ্টার্জিত শ্রম আর ঘামের অর্থ দিয়ে এদেশের অর্থনীতির চাকা গতিশীল হয়। শুধুমাত্র পাথর আর পাথর দিয়ে মানুষের জীবিকা নির্বাহের বিষয়টি শতভাগ সত্য নহে। তবে হ্যাঁ যুগের পর যুগ ধরে চলে আসো সনাতন পদ্ধতিতে বারকি শ্রমিকরা যে পাথর আহরণ করত তার সঙ্গে কিছু মেহনতি মানুষের সম্পৃক্ততা সব সময়ই ছিল। বড় বড় লুটপাটকারি ব্যবসায়ীদের বোমা মেশিনের তাণ্ডবের কারণে খেটে খাওয়া এসব বারকি শ্রমিকের জীবন বিপন্ন গত প্রায় এক যুগ ধরে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি ও আপনাকে বিবেচনায় নিতে হবে। ঢালাওভাবে আপনার উপজেলা প্রশাসনের লোকজন কর্তৃক নিরীহ পরিবারগুলো যেনো হয়রানির শিকার না হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে আপনাকে। কারণ আপনি একজনই সারোয়ার আলম। সিলেটবাসীর প্রত্যাশা আপনার মাধ্যমে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফুটে উঠুক। প্রকৃত দুর্বৃত্তরা আসুক আইনের আওতায়। একটা সুস্থ তদন্ত হোক। ইচ্ছে করলেই যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় আপনার মাধ্যমে সেই অনুভূতিটুকু জাগ্রত হোক সবার মধ্যে। বিপ্লব পাল,সিলেট প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত