আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ। সোমবার বেলা সাড়ে ১১টায় র্যাব-৫ সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের সময় অধিনায়ক মাসুদ পারভেজ বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, “অনেক সময় সমাজে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই মানুষের সামনে উঠে আসে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করার গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র্যাব-৫ সর্বদা অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় প্রস্তুত। ভবিষ্যতে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” মতবিনিময় সভায় র্যাব-৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত