প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
এসএমপি’র নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কুদ্দুস

চৌধুরী বিপ্লব পাল, সিলেট। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসি'র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলী করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব দেয়া হয়। আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা ইতোপূর্বে খুলনা পিটিসি'র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ডিআইজি মো. রেজাউল করিম, পিপিএম-সেবাকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত