ভোলা দক্ষিণ প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে তজুমদ্দিন থানার সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আজাদ হোসেন রাসেল দীর্ঘদিন যাবত ফেজবুকে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিক নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছেন। কয়েকজন সঙ্গী নিয়ে মব সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। সংবাদ প্রকাশের অজুহাতে হামলা চালিয়েছেন সাংবাদিকের উপর। প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ প্রকাশের জের ধরে মোঃ রাসেল হঠাৎ করে সাংবাদিক তুহিনের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। মারধরের শিকার সাংবাদিক দৈনিক দক্ষিণের অপরাধ পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। তিনি বলেন—আমি আমার পেশাগত দায়িত্ব পালনের কারণে এই হামলার শিকার হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোহাব্বত খান বলেন—এ ঘটনায় আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত