ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর ৩০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শনিবার (৩০ আগষ্ট) এ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরকিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রকৌশলী মোঃ হানিফকে আহ্বায়ক এবং প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত স্বার্থ রক্ষা ও জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে কাজ করবে এ কমিটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত