প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
বকশীগঞ্জে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ- গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় গণঅধিকার পরিষদ উপজেলা শাখার কার্যালয় থেকে প্রতিবাদ মশাল মিছিল বের হয়ে বকশীগঞ্জ বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় আলোচনা সভা করেন। মিছিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ বকশীগঞ্জ উপজেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহারিয়ার আহম্মেদ সুমন। এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা'আদ আহমেদ রাজু, সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, দপ্তর সম্পাদক নুর-আমীন মন্ডল, বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি উজ্জ্বল সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলা দেশের গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার নীলনকশা। এ ধরনের সন্ত্রাসী তৎপরতা দেশের মানুষ কখনো মেনে নেবে না।” এসময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বকশীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মোসাদ্দেকুর রহমান মানিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম। নির্বাহী সম্পাদক: মোঃ নাইবুর রহমান। বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল ইসলাম
দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সকল স্বত্ত্ব সংরক্ষিত