ইয়াছিন মোল্লা,(সোনারগাঁও প্রতিনিধি) ; মোগড়াপারা চৌরাস্তা থেকে বৈদ্যার বাজার রোড দিয়ে প্রতিদিনই শতশত যানবাহন চলাচল করে।কিন্তু সাম্প্রতিক কয়েক মাস যাবৎ রোডটির চিলারবাঘের সামনের রোডটি পরিনত হয়েছে মরন ফাঁদে।এছাড়াও একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রোডটি।এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা,আজ মঙ্গলবার ও এর ব্যতিক্রম ঘটেনি।আজ সকাল ৮ঃ১৫ মিনিটের দিকে প্রথমে একটি অটোরিকশা উল্টো পড়ে গেলে রিকশায় থাকা অফিসগামী একজন কিছুটা আহত হয় এবং কাপড়চোপড় নষ্ট হয়ে যায় এবং সাথে থাকা মোবাইল সেটে পানি ঢুকে যায়,এবং অন্য আরেক যাত্রীর সাথে থাকা মোবাইল ও জিনিস পত্র ক্ষতিগ্রস্থ হয়।ঠিক এর কিছুক্ষণ পরই এইচএসসি পরিক্ষা দিতে যাওয়া আরোও একটি গাড়ি উল্টো পড়ে যায়। এই সময় পরিক্ষা দিতে যাওয়া ছাত্রীদের কাগজ পত্র পানিতে ভিজে যায় এবং একজন প্রচন্ড ব্যথা পায়।পরে আশেপাশের লোকজন গাড়ীকে উদ্ধার করে।পাশাপাশি গাড়ীতে থাকা অফিসগামী আরোও কয়েকজনের কাপড়চোপড় ভিজে যায় এবং সাথে থাকা বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়। একেরপর এক দূর্ঘটনার পরও টনক নড়েছে না স্থানীয় জনপ্রতিনিধিদের।
এমন পরিস্থিতিতে ক্ষোপ প্রকাশ করেছেন এলাকার পাশাপাশি চলাচলকারী সাধারণ মানুষ!তারা বলছেন এমনিতেই বিভিন্ন কোম্পানির বড় বড় গাড়ী চলাচলের জন্য ১০ মিনিটের পথ ৩০/৪০ মিনিট লাগে তার মধ্যে রোডের এই অবস্থা। এগুলো কি জনপ্রতিনিধিদের চোখে পড়ে না?নাকি এই রোডে মানুষের মৃত্যু না হলে তারা এই রোড সংস্কার করবে না?সাধারণ মানুষ যত দ্রুত সম্ভব এই রোড সংস্কারের পাশাপাশি কোম্পানির গাড়ী চলাচলের জন্য আলাদা ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন।