সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদবোধন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার কাশিপুর ইউনিনের সীমান্তঘেষা উত্তর অনন্তপুর ফেলানী মোড়ে হাজী টারি যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, সন্তোষপুর ইউপি নির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, কাশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল,রামখানা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম,লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যামের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী, অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার আবু হানিফ ও কাশিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম। উদ্বোধনী খেলায় লালমনিহাট ফুটবল একাদশ বনাম নাগেশ্বরী ফুটবল একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় । খেলায় লালমনিহাট ফুটবল একাদশ নাগেশ্বরী ফুটবল একাদশকে১-০ গোলে পরাজিত করে। আয়োজক কমিটির একজন মাইদুল ইসলাম জানান, টুর্ণামেন্টে ৮টি দল নকআউট পদ্ধতিতে এক পক্ষ ব্যাপী খেলবে । খেলায় প্রথম পুরস্কার একটি সিঙ্গার ফ্রিজ দ্বিতীয় পুরস্কারের এলইডি টিভি প্রদান করা হবে। গ্রামীন পর্যায়ে আয়োজিত এ খেলা প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার দর্শক উপভোগ করে।
উল্লেখ্য যে, ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন। তার লাশ দীর্ঘ ৪ ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে। এনিয়ে বিশ্ব গণমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।