মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি,
আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন ভবন আগারগাঁও ঢাকা এর আয়োজনে, আজ সকাল ১১ টায় বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কড়িহাট উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, রথীন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব, আব্দুল মালেক, জুনিয়র ওয়াইল্ডলাইফ অফিসার,বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
জনাব, সোহাগ রায় সাগর সভাপতি পরিবেশ প্রতিরক্ষা সংস্থা ।
উক্ত আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, এনজিও কর্মী, ইমাম, সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
রথীন্দ্র কুমার বিশ্বাস বক্তব্য বন্যপ্রাণী সংরক্ষণের নিয়মাবলী, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও আব্দুল মালেক ও সোহাগ রায় বন্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন ।