স্টাফ রিপোর্টারঃ পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি, বাল্য বিবাহ ও অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ১৮ থেকে ২৩ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা বিভাগ এর আয়োজনে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মু. জসিম উদ্দিন মুকুলের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ সামসুজ্জামানের সঞ্চালনায় অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ জাহ্ঙ্গীর আলম শিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা খোন্দকার ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যার্নাজী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, সন্তোষ কুমার মন্ডল, ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী আরিফা খাতুন সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের স্বাস্থ্য কর্মকর্তা। আগামি ১৮ থেকে ২৩ ডিসেম্বর জেলা সকল উপজেলা, ইউনিয়ন, ওর্য়াডে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পরিকল্পনামাফিক যথাযথভাবে পালন কারার জন্য সভার প্রধান অতিথি সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। সভায় পরিবার সহকারীবৃন্দ, পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ,এসএসিএমওবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দজেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ ও মিডিয়া প্রতিনিধিরা অংশগ্রহন করেন। #