ইয়াছিন মোল্লা, (সোনারগাঁও প্রতিনিধি)ঃ শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে, শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পঅর্পন করা হয়।কলেজটির সম্মানিত অধ্যক্ষ জনাব মহসিন কবিরের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজটির বিভিন্ন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সল্প সংখ্যক শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এই পুষ্পঅর্পন করা হয়।এবং কিছু সময়ের জন্য নিরবতা পালন করা হয়।
এই সময় এক সাক্ষাতকারে, কলেজটির অধ্যক্ষ জনাব মহসিন কবির বলেন মূলত পাকিস্তানি বাহিনী যুদ্ধে পরাজয় জেনেই বুদ্ধিজীবীদের পরিকল্পিত ভাবে হত্যার মাধ্যমে বাঙ্গালি জাতিকে ধ্বংস করতে চেয়েছিল।তিনি আরোও বলেন এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন ঐ সময়ের কিছু বাংলাদেশী আলবদর রাজাকার।এই সমস্ত দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।তাহলেই জাতি কিছুটা হলেও শান্তি পাবে।
এই সময় কিছু সময়ের জন্য একাত্ন হয়েছিলেন মাননীয় মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম,মোজাম্মেল হক।
এছাড়াও কলেজটির বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগন ও কিছু সংখ্যক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।