পটুয়াখালীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালি
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর প্রত্যুষে ডিসি স্কয়ারে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৬.৪৫ মিঃ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড.মো. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক এড.গোলাম সরোয়া, সদর ইউএনও জান্নাত আরা নাহিদ,যুবলীগের আহবায়ক এড. আরিফুজ্জামান রনি, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজামসহ, প্রেসক্লাব, সিভিল সার্জন, পটুয়াখালী মেডিকেল কলেজ, এলজিইডি, গণপুর্ত, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, পাসপোর্ট অফিস, ডাক বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, বিভিন্ন এনজিও সংগঠন বিনম্রশ্রদ্ধা জানানো শেষে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে প্রশাসনের আয়োজনে বিজল র্যালী শুরু করে এ্যাডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে র্যালী শেষ করে। র্যালী শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, আনসার ও ভিডিপি, বিএনসিসি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস বাদল দল, রোভার স্কাউটস, গার্লস গাইডসহ ৫০ টি প্রতিষ্ঠানের অংশ গ্রহনে দৃষ্টিনন্দন-মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিস-প্লে অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) ইসরাত জাহান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড.সরদার আব্দুর রশিদ, মেয়র মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এমএ হালিম, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে বেলা ১১ টায় তিতাস সিনেমা হলে বিনা টিকিটে ছাত্রী- ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে স্থানীয় বড় মসজিদে কোরআন খানি, মিলাদ মাহফিল এবং অন্যান্য মসজিদে দোয়া অনুষ্ঠান, সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৩ টায় মহিলা ক্রিড়া সংস্থায় মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান, বিকাল সাড়ে ৩টায় আবুল কাশেম স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । সন্ধ্যায় ডিসি স্কয়ারে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা এবং আলোক উৎসব ও আতশবাজি উৎসবের আয়োজন করা হয়। ##