গুরুদাসপুরে উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃরহমত আলী
নাটোরের গুরুদাসপুরে উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এরপরে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো.তমাল হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আক্তার, এসিল্যান্ড মো. আবু রাসেল, ওসি মো. আব্দুল মতিন।
এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাংক, বীমা, ফায়ার সার্ভিস স্টেশনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপরে সকাল সাড়ে ৮টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরুতে কোরআন থেকে তেলওয়াত পরে গিতাপাঠ শেষে, জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের জন্য ১ মিনিটি নিরাবতা পালন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন মো. আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন। বেলা ১২টায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই স্থানে বিকাল ৪টা পনের মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর পরিচালনায় দেশব্যাপী একযোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপনে ক্রীড়ানুষ্ঠান ও হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। মসজিদ মন্দিরসহ সকল উপাসনালয়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। #