গাইবান্ধায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও যুব ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান..
বিজয়ের ৫০ বছর পূর্তি, স্বাধীনতার রজতজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন, গাইবান্ধা জেলা শাখা।
আজ গাইবান্ধার পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি, রংপুর বিভাগের সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীর এম এম শামীম।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রমতোষ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়ারুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহমুদুল হক (শাহাজাদা), বাংলাদেশ দোকান মালিক সমিতির গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান সাহান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ বুলবুল আহমেদ বাপ্পী।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ বাবুল শামীম, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা মুক্তি ও যুব ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাবুল আহমেদ এর সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ অলি আহাদ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে মুজিবীয় আদর্শকে বুকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার সারথী হতে দেশের আপামর জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।