রাম বসাক , শাহজাদপুর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের নগরবাড়ী-বগুড়া মহাসড়কের হালুয়াঘাটের একশ মিটার উত্তর পাশে ট্যাংলরি ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২০ ই ডিসেম্বর সোমবার সকাল আনুমানিক ১০.১৫ ঘটিকার দিকে শাহজাদপুরে পৌর
সদরে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের হালুয়াঘাটিতে বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে ছেড়ে আসা একটি ট্যাংকলরি ও বিপরীত থেকে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ড্রাম বোঝাই অবৈধযান নসিমন মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নসিমনের ড্রাইভার আবদুল হাকিম (৩০) পিতাঃজয়নুল আবেদিন, গ্রামঃ
চন্ডিপুর ও থানাঃ ভাঙ্গুরা,পাবনা মৃত্যুবরণ করেন বলে প্রত্যাক্ষদর্শীরা ধারণা করেন। ও আহত হন একই গ্রামের ইয়াকুব আলী।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উন্নত চিকিৎসার জন্য নসিমনের চালক ও হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ড্রাইভার আবদুল হাকিমকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এদিন সকালে তেলবাহী একটি ট্যাংকলরি বাঘাবাড়ী থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্যাংকলরি হালিয়াঘাট এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক নিহত ও অপর যাত্রী আহত হন। তিনি আরো বলেন, নছিমনটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে তবে ট্যাংলরি জব্দ করার প্রচেষ্টা চালাচ্ছি।